বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর মহানগরীর পুবাইলে হিজল তমাল রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজম খান।
বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনের সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কর্নেল (অব) জাকি, মুখপাত্র ডেল এইচ খান, বাংলাদেশের জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন, সহ-সভাপতি তারিফুল ইসলাম তপু, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী সুমন, নুর-ই-আলম সিদ্দিকী আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনি ইসলাম, জান্নাতুল ফেরদৌসী শিমু, সাংগঠনিক সম্পাদক নাইমা ইসলাম লতা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আজম খান বলেন, দেশের সকল ভূমিহীনদের কল্যাণে কাজ করবে জনতার দল। যোগ্য ব্যক্তিদের জাতীয় সংসদে নির্বাচিত করে আনার জন্য শিগগিরই জনতার দল ৩০০ আসনে তাদের প্রার্থী ঘোষণা করবে। এই দল এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
বিডি প্রতিদিন/এমআই