চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঋণের চাপে বিষপানে আত্মহত্যা করেছেন টিটু সূত্রধর (৩৫) নামের এক তরুণ ব্যবসায়ী। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। টিটু সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া রহমতের পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। ওই এলাকায় তাঁর একটি মুদির দোকান ছিলো।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, ঋণের চাপ সইতে না পেরে ওই ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের বরাতে পুলিশ জনিয়েছে, টিটু তার দোকান থেকে বাকীতে পণ্য বিক্রির পর ক্রেতারা টাকা দিচ্ছিলেন না। সংসারে অভাব থাকায় চড়া সুদে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। ঋণের টাকা পরিশোধের জন্য পাওনাদারের চাপ ছিল। রোববার বিকেলে পাওনাদার এসে রাতের মধ্যে ঋণের টাকা পরিশোধ না করলে মামলা করার হুমকি দেন। এরপর সন্ধ্যায় টিটু দোকানে বিষপান করেন। স্থাানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম