চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২০) নামে যুবক নিহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার সরল ইউনিয়নের কানুনগোরখীল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় লোকজন জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিল, সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল বলেন, জাহিদুলের রিকশা, মোবাইল কিছুই খোয়া যায়নি। তাকে কারা এবং কী কারণে ছুরিকাঘাত করে হত্যা করেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম