চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, 'দৃষ্টি চট্টগ্রাম শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও যুক্তিবাদী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে যুক্তিবাদী হতে হবে। আমরা যদি যৌক্তিক চিন্তার চর্চা করি, তাহলে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব। তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা করতে হবে। শিক্ষা শুধু পরীক্ষার ফল নয়, বরং ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।'
আজ মঙ্গলবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ‘আইইউবি দৃষ্টি কুইজ কার্নিভ্যাল ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটির সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আসিষ্টন ডিরেক্টর প্রিয়াংকা দে, দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি বৃজেট ডায়েস ও দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।
এ প্রতিযোগিতায় চট্টগ্রামের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে
বিডি প্রতিদিন/মুসা