জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এ দায়িত্বশীল সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্ল্যাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার জেলা আমির কাজী মাও. মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতে সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগরী সেক্রেটারি মো. শাহজাহান আলী, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মো. নজরুল ইসলাম, কাজী আব্দুর রউফ বাহার, মাওলানা আব্দুস শহীদ, অধ্যাপক আবু বান্না, আব্দুর রাজ্জাক খান, মাওলানা তাসলিম আলম মাহদী, মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া, মাওলানা ইদ্রিস আলী, ডা. সিরাজুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে হবিগঞ্জ জেলা শাখার আওতাধীন প্রতিটি উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড শাখা পর্যন্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি আগামী নির্বাচনের জন্য দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নানান দিকনিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।
বিডি প্রতিদিন/জামশেদ