শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও আবাসিক হলে কোরআন পোড়ানোর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। রবিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ সমাবেশ হয়।
সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বলেন, প্রশাসন একটি নির্দিষ্ট দলকে প্রমোট করছে এবং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের দাবি জানান তিনি।
ছাত্রদল আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, কোরআন পোড়ানো ও সনাতনীদের ব্যানার ছেঁড়ার ঘটনা ঘৃণ্য। বিশ্ববিদ্যালয়ে সহিংস রাজনীতি ফেরানোর চেষ্টা হচ্ছে। শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। এসবের প্রতিবাদ জানাই।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন