বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রবিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে বাউবির জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক