আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে গণহত্যার বিচার দাবিও করা হয়। আজ শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ নিয়ে নগরীর তালাইমারী মোড়ে এসে সমাবেশ এসব দাবি জানানো হয়।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আবু সাইদ ও মুগ্ধ হত্যার পরই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। কোন পতিত ফ্যাসিস্টের রাজনীতি করার সুযোগ নেই। যারা গুম-খুন ও হত্যাযজ্ঞে মেতে ওঠে, তখন তাদের নিষিদ্ধ করাই একমাত্র সমাধান। আওয়ামী লীগের দোসর হিসেবে যদি জলপায় রঙের কোন বাহিনী কিংবা রাজনৈতিক দল চেষ্টা করলে তাদের অবস্থাও পতিত ফ্যাসিস্টদের মত হবে।
মাহাইর ইসলাম বলেন, এদেশে পতিত ফ্যাসিস্টদের ফেরানোর অপচেষ্টা করছে। তারা মনে করেছে এদেশের ছাত্রজনতা ঘুমিয়ে গেছে। কিন্তু ছাত্রজনতা ঘুমায় না। পতিত ফ্যাসিস্টদের বাংলার জমিনে কোন ঠাঁই নেই। গণহত্যার বিচার দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, নুরুল ইসলাম শহিদ সহ বিভিন্ন বিভাগ ও নগরীর শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল