রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক (অস্থায়ী) ভবন-৩-এর সামনে থেকে দিলরুবা ও বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী আব্দুল মমিন জানান, "এ বছর আমরা সবাই একসাথে ইফতার করতে পেরে আনন্দিত। একই সঙ্গে শ্রমজীবী ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করতে পেরে ভালো লাগছে।"
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী পিয়াস, সমুদ্র, হাবীব আদনান, মেহেদী হাসান আবিদ ও জাহিদ।
বিডি প্রতিদিন/আশিক