রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন আসন বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষার্থীরা পরিবর্তিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম জানান, খুব শিগগিরই শিক্ষার্থীরা নতুন এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পূর্বের এডমিট কার্ড বাতিল বলে গণ্য হবে। এবার প্রথম পছন্দ অনুসারে আসন বিন্যাস করা হবে এবং ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নতুন সময়সূচি
জানা গেছে, এবছর ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে—প্রথম শিফট: সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফট: দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত
‘বি’ ইউনিটের পরীক্ষা এক শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ১২, ১৯ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবছর প্রায় ২ লক্ষাধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
গত ৪ মার্চ এডমিট কার্ড ডাউনলোডের পর কেন্দ্র নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। অনেকেই পছন্দের কেন্দ্র না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। রাজশাহীর শিক্ষার্থীর কেন্দ্র চট্টগ্রামে, রংপুরের শিক্ষার্থীর কেন্দ্র সিলেটে চলে যাওয়ার ফলে ভর্তিচ্ছুদের দুর্ভোগের অভিযোগ ওঠে। বিকেন্দ্রীকরণের নামে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে দাবি করে তারা নতুন আসন বিন্যাসের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আশিক