রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকল রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মাসব্যাপী এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাঈন উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইদের আগ পর্যন্ত এই ইফতার কর্মসূচি চলবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে প্রাপ্ত অর্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য মসজিদের এক অংশে আলাদা ইফতার ও নামাজের ব্যবস্থা করা হয়েছে। রোজায় এমন আয়োজনে ব্যাপক প্রশংসা পেয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এতে রোজার আমেজ ছড়িয়ে পড়ার পাশাপাশি সকলে মিলে একত্রে ইফতার করায় পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং অনেকের আর্থিকভাবে সুবিধা পাবে।
খাদ্য কমিটির সদস্য অধ্যাপক জামিরুল ইসলাম জানান, তিন হাজার জনের ইফতার আয়োজন করা হয়েছে। ইফতারে পোলাও ও খেজুরের ব্যবস্থা রয়েছে।
এদিকে রোজায় অধিকাংশ খাবার দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অমুসলিম শিক্ষার্থীরা। তারা বলছেন, দিনের বেলা অধিকাংশ ডাইনিং-ক্যান্টিন বন্ধ থাকায় খাবার পেতে একটু সমস্যা হচ্ছে। পরীক্ষা চলায় রুমে রান্না করার সময় কম। কিছু হলে ডাইনিং অথবা ক্যান্টিন সার্বক্ষণিক খোলা রাখলে বিষয়টি সহজ হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সামিউল ইসলাম জানান, রোজায় ডাইনিং-ক্যান্টিন খোলা রাখার কোন সিদ্ধান্ত হয়নি। কর্মচারীদের বিশ্রামের কথা ভেবে এটা করা হয়েছে।
ক্যাম্পাসসূত্রে জানা গেছে, শহিদ হবিবুর রহমান হল ক্যান্টিন ও শহিদ জিয়াউর রহমান হলের সামনের দোকানসহ বেশকিছু স্থানে খাবার হোটেল খোলা রয়েছে।
এরআগে, ক্যাম্পাসের শতাধিক বরাদ্দহীন দোকান উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে খাবারসহ প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা গেছে।
বিডি প্রতিদিন/আশিক