দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উদ্ভাবন ও পরিবর্তন আনার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত হিট (হায়ার এডুকেশন এক্সিলেরেশন এন্ড ট্রান্সফরমেশন) প্রকল্পের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের (এটিএফ) অধীনে উপ-প্রকল্পের প্রস্তাবনা প্রস্তুতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। দিনব্যাপী এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর এটিএফ ম্যানেজমেন্টের উইং ম্যানেজার প্রফেসর ড. মো. মোজাহার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বৈশ্বিক গবেষণাদলের সাথে প্রতিযোগিতা করে নিজেদের এগিয়ে রাখতে হলে সমন্বিত প্রকল্পের উপযোগিতা অগ্রগণ্য। প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা তুলে ধরতে হলে কীভাবে সামনে এগিয়ে যেতে হবে তা এ কর্মশালার মাধ্যমে জানা সম্ভব হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ক্রমবর্ধমান জলবায়ু, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ দূষণসহ কৃষি সংশ্লিষ্ট বিষয়ে পরিবেশ ও কৃষি বিজ্ঞানীদের কাজ করার সময় এসেছে বলেও ভাইস-চ্যান্সেলর বক্তব্যে তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র সকল ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধান।
বিডি প্রতিদিন/জামশেদ