সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়েসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দয়মীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের বলে জানায় পুলিশ।
খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন- প্রাইভেটকার চালক হারুন মিয়া (৩১) ও মেয়ে আনিছা বেগম (১০)। মরদেহ উদ্ধার করে হাসপাতালের হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতরা ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়াার মেয়ে মুন্নি আক্তার (২৩)। আহত পাঁচ যাত্রীকে স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, দয়ামীর এলাকায় সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ বাস ও তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন। সংবাদ পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনিছা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ