মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় বিএনপির ৩১ দফা দাবি প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় অ্যাডভোকেট কামরুল হাসান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহসান উদ্দিন মনা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলিফ আরাফাত খান, বড়বাজার বিএনপির সাধারণ সম্পাদক আলাল, বিএনপি নেতা নাহিদ আহমেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/জামশেদ