সংবাদকর্মী ও কোরআন হিফজ শিক্ষার্থীদের সম্মানে বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ আল ইসরা মাদরাসার হলরুমে ইফতার ও দোয়া মোনাজাতের এই কর্মসূচি পালন করা হয়।
ইফতার পূর্ব আলোচনায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, ইফতার ও সেহরীতে হিফজ শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের বিষয়ে গুরুত্ব দিতে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির।
সংগঠনটির লালমাই উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, প্রবাসী সাংবাদিক জসিম উদ্দিন ভুঁইয়া, দৈনিক সংবাদের প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক জনতার প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক আমাদের কুমিল্লার প্রতিনিধি গাজী মামুন, দৈনিক আমার দেশ প্রতিনিধি কাজী ইয়াকুব আলী নিমেল, লালমাই বার্তার স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন, দৈনিক সমাজকন্ঠের প্রতিনিধি আফজল হোসেন রনি, বাগমারা বাজারের ব্যবসায়ী কবির হোসেন, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী, ইভেন্ট সম্পাদক ইয়ামিন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম রাফসান প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে আল ইসরা মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ ইসমাইল হোসেন শামীম, শিক্ষক হাফেজ মাহমুদ, মাওলানা মুদ্দাচ্ছির ও মোজাম্মেলন ইবনে মুসলিমের নেতৃত্বে হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইফতারে অংশগ্রহণকারী হিফজ শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, আমি কোরআন হিফজ পড়ছি। আল ইসরা মাদরাসায় শুভসংঘের যত প্রোগ্রাম হয় সবগুলোতেই আমরা থাকি। আমিও একদিন শুভসংঘের সদস্য হয়ে শুভ কাজ করতে চাই।
আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, সামাজিক সংগঠন অনেক আছে। তবে বসুন্ধরা শুভসংঘ ও তার কার্যক্রম ব্যতিক্রম। সংগঠনটি সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে বেশি কাজ করে। পাশাপাশি ইসলামিক জ্ঞান চর্চাকে উৎসাহ দেয় এমন কর্মসূচি পালন করে। তাই বসুন্ধরা শুভসংঘের পরিচালকসহ দায়িত্বশীলদের আলেম সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার উপদেষ্টা ও শিক্ষানুরাগী মো: কামাল হোসেন বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ সকল শুভ কাজে মানুষের পাশে থাকেবে। পবিত্র রমজানকে গুরুত্ব দিয়ে লালমাইয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও হিফজ শিক্ষার্থীদের সম্মানে ইফতার আয়োজন করায় সংগঠনের দায়িত্বশীলদের ধন্যবাদ জানাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল