ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল-সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’। ইশতেহারে শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন, ডিজিটাল সুবিধা, কর্মসংস্থান ও সাংস্কৃতিক অংশগ্রহণসহ মোট ৬৫টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
ইশতেহারের মূল ১০টি দফা নিচে তুলে ধরা হলো-
১. শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ ক্যাম্পাস
শ্রেণিকক্ষ সংকট নিরসনে অবকাঠামো সম্প্রসারণ
র্যাগিং, নিপীড়ন ও ঘৃণা-প্রচারের বিরুদ্ধে ‘শিক্ষার্থী সুরক্ষা সেল’ গঠন
সিসিটিভি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অছাত্রমুক্ত হল নিশ্চিতকরণ
প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি সিট ও পড়ার টেবিল
নতুন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া স্থাপন
২. নারী শিক্ষার্থীদের সুরক্ষা ও ক্ষমতায়ন
হলগুলোতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ও নারী পরিচ্ছন্নতাকর্মী, নারী চিকিৎসক নিশ্চিতকরণ ও স্বাস্থ্য ইউনিট চালু।
হল থেকে রাতে বের হওয়ার নিয়ম সহজীকরণ
নারী গ্র্যাজুয়েটদের জন্য স্বল্প খরচে আবাসন
৩. মানসম্মত স্বাস্থ্যসেবা
মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ২৪/৭ অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিতকরণ
প্রতিটি হলে ‘মেডিকেল কর্নার’ স্থাপন
মানসিক স্বাস্থ্য সহায়ক ‘মেন্টাল ওয়েলবিয়িং সেন্টার’ প্রতিষ্ঠা
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের উপযোগী র্যাম্প স্থাপন
৪. কারিকুলাম ও গবেষণার উন্নয়ন
আধুনিক কারিকুলাম পর্যালোচনায় কমিটি গঠন
কেন্দ্রীয় লাইব্রেরিকে বিশ্বমানের লাইব্রেরিতে রূপান্তর
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ ও ইন্টার্নশিপ সুবিধা
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনয়ন
৫. পরিবহন ব্যবস্থা আধুনিকীকরণ
ব্যাটারিচালিত শাটল সার্ভিস চালু
বাস রুট ও ট্রিপ সংখ্যা যৌক্তিকভাবে বৃদ্ধি
ক্যাম্পাসকে গ্রিন-ইয়েলো-রেড জোনে ভাগ করে যান চলাচল নিয়ন্ত্রণ
প্রতিটি বাসে জিপিএস ও অ্যাপস চালু
৬. প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশন ও কর্মসংস্থান
সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টসহ সব সেবা ডিজিটালাইজড করা
‘ডিজিটাল সাপোর্ট ডেস্ক’ গঠন
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার শক্তিশালীকরণ ও চাকরি মেলা আয়োজন
৭. তরুণদের জন্য গঠনমূলক কার্যক্রম
নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চায় সহায়তা
খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি
‘তারুণ্যের উৎসব’ আয়োজন
সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিতকরণ
৮. ডিজিটাল সুবিধা ও সাইবার নিরাপত্তা
শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাউড স্টোরেজ ও সফটওয়্যার সাবস্ক্রিপশন
এআই, রোবটিক্স ও বিগ ডেটা বিষয়ে প্রশিক্ষণ
সাইবার বুলিং প্রতিরোধে ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠন
আইনি সহায়তার জন্য শিক্ষার্থী আইনজীবী প্যানেল গঠন
৯. পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন
পর্যাপ্ত ডাস্টবিন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা
বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিতকরণ
প্রাণীবান্ধব ও পরিবেশসম্মত শিক্ষাঙ্গন গঠন
১০. কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক সম্পৃক্ততা
একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্তকরণ
আন্তর্জাতিক অলিম্পিয়াড ও এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণে সহায়তা
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা জোরদার।