প্রকৃতির সুরক্ষা ও ঐতিহ্য রক্ষার পথে নজির গড়ল নিউজিল্যান্ড। দেশটির মাউন্ট তারানাকি নামের এক পর্বতকে মানুষের সমান আইনি অধিকার দেওয়া হয়েছে। এর ফলে পর্বতটি নিজস্ব মালিকানা লাভ করেছে এবং তার রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় মাওরি জনগোষ্ঠী ও সরকারের প্রতিনিধিরা যৌথভাবে কাজ করবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আইনের আওতায় মাউন্ট তারানাকিকে ‘তে কাহুই তুপুয়া’ নামে একটি মানবসত্তা হিসেবে গণ্য করা হবে। আইনি দৃষ্টিকোণ থেকে এটি এখন একটি জীবন্ত ও অবিভাজ্য সত্তা।
দীর্ঘ আলোচনার পর নিউজিল্যান্ড সরকার পর্বতটিকে সম্পূর্ণ মানবিক অধিকার ও দায়িত্ব প্রদান করে আইন পাস করেছে। এটি উপনিবেশ আমলে মাওরি জনগণের ওপর হওয়া অন্যায়ের স্বীকৃতি ও তাদের ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর একটি বড় পদক্ষেপ।
মাউরি জনগোষ্ঠী মাউন্ট তারানাকিকে তাদের পূর্বপুরুষ হিসেবে দেখে। কিন্তু অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঔপনিবেশিক শাসকরা এটি দখল করে নেয়। নতুন আইনের ফলে এখন থেকে পর্বতটির ঐতিহ্য, সুস্থতা ও সংরক্ষণ নিশ্চিত করা হবে, এবং কেউ চাইলেই জোর করে এর কোনো অংশ কিনতে পারবে না।
এই আইন পাস হওয়ার ফলে পর্বতের স্বাস্থ্য ও সংরক্ষণ রক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। এ সিদ্ধান্তকে নিউজিল্যান্ডের ইতিহাসে ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি