সোমবার সারা ভারতের সাথে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। এ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডে ঈদের নামাজে অংশ নেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
অভিষেক ছাড়াও এদিন সকালে রেড রোডে ইদের নামাজে অংশ নেন মমতা ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী জাভেদ খান, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাসহ মুসলিম সমাজের প্রতিনিধিরা।
নামাজ শুরুর আগেই রেড রোডে অভিষেককে ফুল দিয়ে স্বাগত জানায় মুসলিম সমাজের প্রতিনিধিরা। তাদের সাথে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করেন তৃণমূল সাংসদ। ঈদের নামাজে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন অভিষেক।
পরে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে পেজে একটি দীর্ঘ পোস্ট করেন পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি। যার শিরোনাম ছিল 'রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ'।
তিনি লেখেন 'পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ, রেড রোডের ঈদ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সম্প্রীতির মেলবন্ধনে একত্রিত হয়ে আমি আবেগ আপ্লুত।'
বিডি প্রতিদিন/এএম