ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের ইমাম আল আমিন।
এছাড়াও, জয়পুরহাট চিনিকল জামে মসজিদে বরাবরের মতো সকাল ৭টা ও ৮টায় দু’টি জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও, জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য কালেক্টরেট ঈদগাহ, কাশিয়াবাড়ী ঈদগাহ, তালীমুল ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পুলিশ লাইনস মাঠ, খনকাহ শরীফ মসজিদ মাঠ, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলেহাদিস মসজিদ মাঠ, তেঁতুলতলী, হাতিল বুলুপাড়া ও করিমনগর লালবাজার ঈদগাহ।
জেলার পাঁচ উপজেলায় মোট ৪৫৭টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে আল্লাহর রহমত, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/আশিক