হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ খেলতে নেমে বাজেভাবে হেরে গেল মিরাজবাহিনী। গতকাল আবুধাবিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২০০ রানে পরাজিত করেছে আফগানিস্তান। আগেই সিরিজ জয় করা আফগানরা হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দিল টাইগারদের। রানের হিসাবে ষষ্ঠ সর্বোচ্চ পরাজয় এটা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত খেলেন রাহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। মাত্র ১৬ ওভারেই দুজন করেন ৯৯ রান। এরপর উইকেট হারালেও রানের গতি সচল রাখে আফগানরা। গুরবাজ ৪২ রানে আউট হন। তানভির ইসলাম লেগ বিফোরের ফাঁদে ফেলেন গুরবাজকে। ইব্রাহিম জাদরান ৯৫ রান করে রানআউট হন। সিরিজের দ্বিতীয় ম্যাচেও জাদরান ৯৫ রান করেন। আফগান ইনিংসের শেষদিকে ঝড় তোলেন মোহাম্মদ নবি। তিনি মাত্র ৩৭ বলে ৬২ রান করেন। ৪টি চার ছাড়াও ৫টি ছক্কা হাঁকান তিনি। আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রান করে। বাংলাদেশের পক্ষে সাইফ হাসান ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া হাসান মাহমুদ ও তানভির ইসলাম ২টি করে এবং মেহেদি হাসান মিরাজ ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে বাজে ব্যাটিং করে ২৭.১ ওভার খেলে ৯৩ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন সাইফ হাসান। বাকিদের কেউই ২ অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। আফগান বোলারদের মধ্যে মাত্র ১২ রানে ৩ উইকেট শিকার করেন রশিদ খান। সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন বিলাল সামি। এ ছাড়া ১টি উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই। আফগানদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ।
গত বছর ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পরাজিত হয় ২-১ ব্যবধানে। আরও একটি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছে ২০২৪ সালের মার্চে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় করেছিলেন টাইগাররা। আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা খেলেছেন চার পরিবর্তন নিয়ে। সিরিজে প্রথমবার খেলছেন ফাস্ট বোলার নাহিদ রানা। তাঁর সঙ্গে একাদশে ফিরেছেন বাঁ হাতি ওপেনার নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। বিশ্রাম দেওয়া হয় মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, জাকের আলি অনীক ও তানজিদ তামিমকে। চার পরিবর্তন নিয়ে খেলেও ফলাফলে পরিবর্তন আনতে পারেননি টাইগাররা।