ক্যারিয়ারে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের লক্ষ্যে লড়াই করছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ইউএস ওপেনে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে প্রথম সেট হারলেও বাছাইপর্ব পেরিয়ে আসা জ্যাকারি সভাইদাকে ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন জকোভিচ। ম্যাচ জয়ের পর নিজের খেলা নিয়ে অসন্তুষ্টির কথাই বললেন ৩৮ বছর বয়সি এ তারকা। জানালেন, কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি, ‘আমি যে মানের টেনিস খেলছি, তা নিয়ে মোটেই সন্তুষ্ট নই।’
কিন্তু সব সময় তো নিজের সেরা খেলাটা খেলা যায় না। তবে আপনাকে একটা পথ বের করতেই হবে। কোর্টে আমি এখন সেই উত্তরই খুঁজি।’