ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন অ্যারিনা সাবালেঙ্কা। বুধবার বেলারুশের মেয়েকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছিলেন রাশিয়ার মেয়ে পোলিন কুদারমেতোভা। তবে তা কাটিয়ে এ শীর্ষ বাছাই দ্বিতীয় রাউন্ডে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়েছেন পোলিনকে। তৃতীয় রাউন্ডে তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক সাবালেঙ্কা মুখোমুখি হবেন কানাডিয়ান লেইলা ফার্নান্দেজের। চার বছর আগে ফ্লাশিং মিডোসে সেমিফাইনালে তার কাছে হেরেছিলেন সাবালেঙ্কা। তবে অতীত নিয়ে মাথা ঘামাতে নারাজ সাবালেঙ্কা, ‘আমার মনে হয় ওই ম্যাচের কিছু মনে না রাখাই ভালো, কারণ আমি মনে করি আমি অনেক বদলে গেছি।
এরপর আমাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং তা অতিক্রম করেছি। নিজেকে খুঁজে পেলাম। আমি একজন ভালো খেলোয়াড়। তবে অবশ্যই আমার দুয়েকটা বিষয় মনে আছে এবং আমি রিম্যাচ পছন্দ করি। তাই আবারও এখানে তার মুখোমুখি হতে পেরে আমি দারুণ উত্তেজিত।’