বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশিদের অংশগ্রহণ নতুন কিছু নয়। অতীতে ঢাকা প্রিমিয়ার লিগে বিভিন্ন দলে অনেক বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা খেলে গেছেন। এবার নতুন এক পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জনপ্রিয় ঘরোয়া আসর বিসিএলে দেখা যেতে পারে বিদেশি দলের। পাশাপাশি এনএলসিতে খেলতে পারেন বিদেশি ক্রিকেটাররাও। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের একটি দল এবার বিসিএলে খেলবে। সেই দল প্রথম শ্রেণির হতে পারে। আবার ‘এ’ বা অন্য দলও হতে পারে।
বিসিএল শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ হিসেবে। শুরুতে তিনটি দল ফ্র্যাঞ্চাইজির অধীনে আর বাকি দল পরিচালনা করত বিসিবি। একসময়ে ফ্র্যাঞ্চাইজিগুলো সরে গেলে চার দলকেই পরিচালিত করত বিসিবি। ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই স্তরের জাতীয় ক্রিকেট লিগের খেলা হবে। আট দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখা ইচ্ছা বিসিবির। অতীতে বিদেশিরা জাতীয় ক্রিকেটে অংশ নিয়েছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের পথে হাঁটছে বিসিবি। এতে ঘরোয়া লিগেও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। তরুণ ক্রিকেটাররাও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা পাবে বলে মনে করছে বোর্ড।