মুস্তাফিজুর রহমান ছাড়া জাতীয় দল ভাবাই যায় না। টেস্ট, ওয়ানডে বা টি-২০তে তিনি ছিলেন অপরিহার্য। ফর্ম না থাকলে কারও কি গুরুত্ব থাকে। কাটার মাস্টার মুস্তাফিজের অবস্থা অনেকটা তাই।
বাংলাদেশ এখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। অথচ সেখানে জায়গা হয়নি মুস্তাফিজের। আহামরি অর্থ খরচ হয়নি। এরপরও প্রিমিয়ার ক্রিকেট লিগে কোনো ক্লাবই তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। শেষ পর্যন্ত সুপার লিগে মুস্তাফিজের জায়গা হয়েছে মোহামেডানে। সত্যি বলতে কি আগের সেই ভয়ংকর পারফরম্যান্স নেই তার।
এমন অবস্থায় তাকে টেস্ট দলে ডাকে কীভাবে? তাইতো জায়গা হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। লম্বা সফরে নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশে আসছে। ১ মে ঢাকা এসেই চলে যাবে সিলেটে। ৫, ৭ ও ১০ মে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। সফরের সবগুলো ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে। প্রথম চার দিনের ম্যাচটি হবে ১৪ মে, ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২১ মে। মুস্তাফিজ ছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়কে।
দুই ম্যাচের ওয়ানডে স্কোয়াড
পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, এনামুল বিজয়, সাহিদুল ইসলাম ভূঁইয়া, সাইদ হাসান, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।