বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে পুলিশ এফসি। গতকাল তারা ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। পুলিশের পক্ষে জয়সূচক গোলটি করেন জাখোঙ্গির। এ জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে অবস্থান করছে পুলিশ এফসি। এদিকে গতকাল দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় ফর্টিস এফসি ও ফকিরেরপুল ইয়াং মেনস। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ম্যাচের ২২ মিনিটে ডেভিডের গোলে এগিয়ে যায় ফর্টিস। তবে ৬৫ মিনিটে বেন ইব্রাহিমের গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। ফর্টিস এফসি ১২ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগে ছয় নম্বরে অবস্থান করছে। ফকিরেরপুল সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে আছে। লিগের শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়াও আবাহনী লিমিটেড দুই এবং বসুন্ধরা কিংস তিন নম্বরে অবস্থান করছে।