ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে লিভারপুল। গতকাল তারা নিজেদের স্টেডিয়াম এনফিল্ডে ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। অলরেডদের পক্ষে একটি করে গোল করেন লুইস ডিয়াজ এবং ফন ডাইক। রবার্টসন আত্মঘাতী গোল করে লিভারপুল সমর্থকদের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছিলেন। তবে ফন ডাইকের শেষমুহূর্তের গোলে স্বস্তির জয় পায় লিভারপুল। এ জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। সামনের ছয় ম্যাচের মধ্যে দুটি জিতলেই শিরোপা নিশ্চিত হবে লিভারপুলের। আর্সেনালে এর মধ্যে পয়েন্ট হারালে লিভারপুলের কাজ আরও সহজ হবে। ২০১৯-২০ মৌসুমের পর ফের চ্যাম্পিয়ন হতে চলেছেন মোহাম্মদ সালাহরা।