এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ বরাবরই ফেভারিট। ছয় আসরের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন। এবারও শিরোপা ধরে রাখতে ১৪ এপ্রিল জাতীয় দল ইন্দোনেশিয়ার জাকার্তায় উড়ে যাচ্ছে। গতকাল ১৮ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা হয়েছে। যুব বিশ্বকাপে সুযোগ পাওয়া দলের চারজন স্কোয়ার্ডে জায়গা করে নিয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন। স্ট্যান্ডবাই হিসেবে ছয় খেলোয়াড় রাখা হয়েছে। এরা দলের সঙ্গী হবেন না। টুর্নামেন্ট চলাকালে কেউ ইনজুরি শিকার হলে তাদের কাউকে পাঠানো হবে। প্রকৃত পক্ষে দলে তেমন চমক নেই। তবে এবার ম্যানেজার পদে থাকা নামটিকে চমক না বললে ভুল হবে। সৈয়দ বায়োজিদ হায়দার সুনামের সঙ্গে খেলে অবসর নিলেও কখনো তাকে জাতীয় দলের সঙ্গী হতে দেখা যায়নি। এবারই প্রথম হলেন। সহকারী ম্যানেজার হচ্ছেন আরেক তারকা খেলোয়াড় কাজী আবু জাফর তপন।
স্কোয়াড : পুস্করক্ষিসা মিমো (অধিনায়ক), ফজলে হোসেন রাব্বি (সহ-অধিনায়ক), হুজাইফা হোসেন, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল হোসেন, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুসুব ও আবু সাইদ।