চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সর্বশেষ তারিখ ছিল ১২ জানুয়ারি। টুর্নামেন্টের আটটি দেশ তাদের স্কোয়াড জমা দিয়েছে আইসিসির কাছে। যদিও ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে জায়গা হয়নি স্পিনার মুজিব উর রেহমানের। তার জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার আল্লাহ ঘাজানফারকে। ইনজুরি থেকে ফিট হয়ে ফিরেছেন ইব্রাহিম জাদরান। টুর্নামেন্টে আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে। হাশমতউল্লাহ শাহিদীর নেতৃত্বে আফগানিস্তানের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করাচিতে। ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দুটি হবে লাহোরে।
স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমতউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব, আজমাত উল্লাহ ওমারজাঈ, মোহাম্মদ নবী, রশিদ খান।