সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের কোনো ইনিংস নেই। সর্বোচ্চ স্কোর ৬। তিনটিতে আবার শূন্য মেরেছেন। ৭ ইনিংসে রান করেছেন ১৩। বল খেলেছেন সাকল্যে ৪৫টি এবং বাউন্ডারি মেরেছেন মাত্র একটি। দেশের অন্যতম সেরা ক্রিকেটার লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স। দেশের অন্যতম সেরা ক্রিকেটারের এ ছন্দহীনতায় ভ্রু কুঁচকেছে টিম ম্যানেজমেন্টের। পারফরম্যান্সের কাটাছেঁড়ায় শেষ পর্যন্ত লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেনি গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ৮ জাতির চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে শুধু লিটন নন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবাল ও ত্রুটিপূর্ণ বোলিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিব আল হাসানও সুযোগ পাননি। ৯৪ ওয়ানডেতে ২৫৬৯ রান করা লিটনের সঙ্গে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, ডানহাতি পেসার হাসান মাহমুদ ও স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। পাকিস্তান-দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের খেলা তিনটি- যথাক্রমে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত, ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে। অবশ্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে। সুতরাং ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে ভবিষ্যতে পরিবর্তন আসবে কি না জানতে অপেক্ষায় থাকতে হবে।
সাকিব, তামিম নেই। বাদ পড়েছেন একাধিক ক্রিকেটার। সুযোগ পেয়েছেন নতুন মুখ পারভেজ হোসেন ইমন। যিনি কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলেছেন। লিটন গত সাত ম্যাচে দুই অঙ্কের রান করতে পারেননি। সর্বশেষ হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ভারতের বিরুদ্ধে। বিপিএলেও টানা চার ম্যাচে ছিলেন ব্যর্থ লিটন। এরপর এক ম্যাচ বিশ্রাম শেষে সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে খেলেন ৭৩ রানের ইনিংস। তারপরও নির্বাচক প্যানেল আস্থা রাখতে পারেননি লিটনের ওপর। ক্যারিয়ারের ভবিষ্যৎ চিন্তা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখেনি নির্বাচক প্যানেল। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৩২ মিনিটের সংবাদ সম্মেলনে লিটনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক লিপু বলেন, ‘ছন্দে নেই লিটন। তার আউট হওয়ার প্যাটার্নগুলো অনেকটা একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা সে করতে পারছে না। এতে দলের স্ট্রাইক রেট বাড়ছে। তবুও সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এ মুহূর্তে সেই অবস্থানে নেই। দ্বিতীয়ত সৌম্য ও তানজিদ তামিম জুটি ভালো করছে। এ দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। অবশ্য তার ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এ সময়ে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডেতে টাইগারদের অধিনায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ। টি-২০ ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন লিটন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। ফিরেছেন তিনি। ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পারিবারিক কারণে ক্যারিবীয় সফর করেননি মুস্তাফিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে সুযোগ পেয়েছেন চার পেসার- মুস্তাফিজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম সাকিব। বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও ডানহাতি পেসার হাসান মাহমুদ।
সাকিব দুবার বোলিং পরীক্ষা দেন। প্রথমবার ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে এবং দ্বিতীয়বার চেন্নাইয়ে। দুবারই পরীক্ষায় পাস করতে ব্যর্থ হন। অবশ্য আবারও পরীক্ষা দিতে পারবেন। তবে সম্পূর্ণ নিজস্ব খরচে। সাকিবের বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারটা ভিন্ন। অ্যাকশন নিয়ে ঝামেলায় ছিলেন। সাধারণত অপারেশন্স থেকে আলাপ হয়। সেই প্রসেসই ফলো করা হয়েছে। আমরা অপারেশন্স থেকেই ফিডব্যাকটা পাচ্ছি। সাকিবের বোলিং নিষিদ্ধ। তাকে আমরা ব্যাটার হিসেবে চিন্তা করেছি। কিন্তু তাকে ব্যাটার হিসেবে নেওয়ার কথা হয়নি।’ নতুন মুখ পারভেজ হোসেন ইমন প্রসঙ্গে বলেন, ‘ইমনের হয়তো হিউজ কোনো কন্ট্রিবিউশন নেই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুঁজছি। পাওয়ার প্লেতে অ্যাগ্রেসিভ ব্যাটিং, সেটা ওর মধ্যে আছে। দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সব সময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো তিনি অবদান রাখতে পারবেন। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে।’