আপনিও যদি নতুন ফ্রিজ কিনতে চান তবে তার আগে কিছু বিষয় জেনে নিন-
ধারণক্ষমতা : ফ্রিজ বড় হলেই যে তাতে বেশি খাবার রাখা যাবে এমন কোনো কথা নেই। তাই ফ্রিজের ধারণক্ষমতা কত লিটার তা জেনে নিন।
কনডেনসার : ফ্রিজটির কনডেনসার কিসের তৈরি তা অবশ্যই জেনে নেবেন। কপার কনডেনসারযুক্ত ফ্রিজ পেলে সেটি কিনুন। কপার কনডেনসারযুক্ত ফ্রিজ বেশি টেকসই ও বিদ্যুৎসাশ্রয়ী হয়।
বিদ্যুৎসাশ্রয়ী কি না : কিছু ফ্রিজে বেশি বিদ্যুৎ খরচ হয়। কেনার আগে বিদ্যুৎ সাশ্রয়ী কি না তা জেনে নিন আগে। আবার এমন ফ্রিজ পরিবেশবান্ধবও বটে।
ফ্রস্ট নাকি নন ফ্রস্ট : ফ্রিজ কেনার আগে সেটি ফ্রস্ট নাকি নন ফ্রস্ট তা জেনেবুঝে তবেই কিনুন।
স্মার্ট ফ্রিজ : এখনকার সময়ে স্মার্ট ফ্রিজের চাহিদা বেশি। এতে বিভিন্ন ইনভার্টার প্রযুক্তি থাকে। স্মার্ট ফ্রিজ ব্যবহারের অনেক সুবিধা আছে।