মহাকাশে গিয়ে সেলফি তোলা সবার জন্য সম্ভব নয়। তবে এখন পৃথিবীতেই বসে মহাকাশ থেকে সেলফি তোলার এক অভিনব সুযোগ করে দিয়েছে নাসার সাবেক প্রকৌশলী মার্ক রোবার প্রতিষ্ঠিত সংস্থা ক্রাঞ্চল্যাবস।
প্রতিষ্ঠানটি ‘স্পেস সেলফি’ নামে একটি প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষও মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে নিজের সেলফি পেতে পারবেন।
এই সেবায় ব্যবহার হচ্ছে স্যাট গাস (Sat Gus) নামের একটি ছোট স্যাটেলাইট। ব্যবহারকারীকে প্রথমে ক্রাঞ্চল্যাবসের
ওয়েবসাইটে (https://www.spaceselfie.com/) গিয়ে নিজের ছবি আপলোড করতে হবে। ছবিটি ডেটা আকারে স্যাট গাস স্যাটেলাইটে পাঠানো হবে।
স্যাটেলাইটে থাকা বিশেষ পর্দায় (ডিসপ্লে স্ক্রিন) ছবিটি প্রদর্শিত হবে। এরপর স্যাটেলাইটের ক্যামেরা ওই ছবিটি আবার তোলে। পেছনের পটভূমিতে দেখা যাবে আমাদের নীল গ্রহ পৃথিবী। এভাবেই তৈরি হবে একটি মহাকাশ সেলফি, যা পরে ব্যবহারকারীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।
বর্তমানে স্যাট গাস প্রতি ঘণ্টায় প্রায় ২৭ হাজার কিলোমিটার গতিতে পৃথিবী প্রদক্ষিণ করছে। এই অভিনব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে এবং তিন বছরের প্রচেষ্টার পর এটি সফল হয়েছে। গত ১৪ জানুয়ারি ২০২৫ সালে স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেটের মাধ্যমে স্যাট গাসকে মহাকাশে পাঠানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল