উদ্যোক্তা স্বপন চন্দ্র রায়। থাকেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নের সাধুপাড়া গ্রামে। পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হতে গড়ে তুলেছেন কেঁচো সারের খামার। ইউটিউব ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে খামার গড়ে তোলেন। স্বপন নীলফামারী সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। দেড় বছর আগে তিনি কেঁচো সার উৎপাদনের খামার গড়ে তোলেন। প্রথমে ইট দিয়ে তৈরি করা ২০টি হাউজ দিয়ে শুরু করেন। পরে উৎপাদন বাড়াতে ৮০টি রিং বসান। কলাগাছ ছোট ছোট করে কেটে, গোবর সার, ডিমের খোসার গুঁড়ো, কচুরিপানা ও শাকসবজির অবশিষ্ট পচিয়ে হাউজে দেওয়ার পর সেখানে কেঁচো ছেড়ে দেওয়া হয়। এরপর ৩৫-৪৫ দিনের মধ্যে সার উৎপাদন হয়। যা দেখতে অনেকটা চা পাতার মতো। উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য ও দেহাবশেষকে প্রক্রিয়াজাতকরণের পর যে সার তৈরি করা হয় সেটাই কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট নামে পরিচিত। জমির উর্বরতা বৃদ্ধিসহ আর্থিকভাবে লাভবান হওয়ায় দিনদিন কেঁচো সার ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন গ্রামের কৃষক। বর্তমানে মাসে তার খামারে ৫ টন সার উৎপাদন হচ্ছে। আগামী জানুয়ারিতে উৎপাদন বাড়বে বলে আশা করছেন এই উদ্যোক্তা। গ্রামের কৃষক তার খামারে এসে কেঁচো সার কিনছেন। পরিবেশবান্ধব এ সার ব্যবহারে কৃষক বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তারা ভালো ফলনও পাচ্ছেন। খামারে দুই নারী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। উদ্যোক্তা স্বপন রায় বলেন, ‘আমি স্বাবলম্বী হতে কেঁচো সার উৎপাদনের উদ্যোগ নেই। কেঁচো সারের উৎপাদন ও ব্যবহার বাড়ানো মাধ্যমে কৃষকের ব্যয় কমানো যায়। কেঁচো সারের খামারে লোকসান হওয়ার সম্ভাবনা কম। কারণ আমরা যা ব্যবহার করি সবই পচনশীল। তবে কেঁচো মরে গেলে পরবর্তীতে প্রজননের মাধ্যমে আবার উৎপাদন করা যায়। কেঁচো সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, মাটির আর্দ্রতা ধরে রাখে, মাটিকে পুনরুজ্জীবিত করে, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফলন বৃদ্ধি করে। এ খামারে আমার কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থান তৈরি হচ্ছে।’ কিশোরগঞ্জ উপজেলার কৃষি অফিসার লোকমান আলম বলেন, ‘জৈবসারের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সার হচ্ছে কেঁচো সার। এর ব্যবহার বৃদ্ধির জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। শিক্ষার্থী স্বপন রায় একজন উদ্যমী উদ্যোক্তা। তাকে কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ ও সার বিক্রিতে সহযোগিতা করা হচ্ছে।’
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
কেঁচো সারের খামার গড়ে স্বাবলম্বী
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর