কানাডার ক্যালগেরির রকিরিজ কমিউনিটি অ্যাসোসিয়েশন হলে Calgary Tagore Society এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র জয়ন্তী সংগীত সন্ধ্যা। এটি Calgary Tagore Society এর তৃতীয় প্রযোজনা। অনুষ্ঠানে শিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সঙ্গীত, সংগীতের সাথে নৃত্যের মধ্য দিয়ে প্রবাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্ম তুলে ধরেন।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের লেখা, সুর আর দর্শণের অনুরণনে শ্রোতা-দর্শকের মুগ্ধ দৃষ্টিতে ভেসে উঠেছিলেন রবীন্দ্রনাথ। অনুষ্ঠান শুরু হয় Calgary Tagore Society এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম রিপনের বক্তব্যের মাধ্যমে। এরপরে তানিশার নাচ ফাগুন হাওয়ায় হাওয়ায়, তাশফিন হুসেইন তপুর আবৃতি এবং যথাক্রমে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী চন্দ্রিমা ঐশী, রাইসা আফ্রিদা, রিতা কর্মকার, শুভাশিস চক্রবর্তী, কেকা সেনগুপ্ত এবং তীর্থ সাহা। তবলায় সঙ্গতে ছিলেন বাপ্পী দেবরায়। শব্দ নিয়ন্ত্রণে জয়ন্ত বসু। কারিগরি দক্ষতায় ছিলেন মুসফিক সালেহীন এবং অয়ন সরকার।
অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন Calgary Tagore Society সাধারণ সম্পাদক খয়ের খোন্দকার রুবেল। আয়োজকরা জানান, প্রবাসে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রবীন্দ্রনাথের শিল্প ও দর্শনকে তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/এএম