মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির মেধাবী ছাত্র ফারাতুল মাহমুদ হাসান বাঁচতে চান। সে হেপাটাইটিস সি ভাইরাস ই-বিটা থ্যালাসেমিয়া মেজর এবং ব্লাড ক্যানসারে আক্রান্ত। প্রতি মাসে ফারাতুলের জন্য প্রয়োজন হয় পাঁচ ব্যাগ রক্ত, প্রতিদিন ৩ হাজার টাকা শুধু ওষুধ কিনতে ব্যয় হয়।
ফারাতুলের বাবা সাদেকুল ইসলাম জানান, ভারত ও বাংলাদেশে গত সাত বছরে ছেলের চিকিৎসায় ২ কোটি টাকার বেশি খরচ হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত ফারাতুলের অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট) করতে হবে। ডাক্তাররা জানিয়েছেন, এ জন্য প্রয়োজন ৫০ লাখ টাকা। ছেলের জীবন বাঁচাতে সমাজের সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন সাদেকুল। সাহায্য পাঠানোর ঠিকানা- মো. সাদেকুল ইসলাম, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা, সঞ্চায়ী হিসাব নম্বর ২০৫০২২৬০২০১২৫১১০৮, ডাচ্-বাংলা ব্যাংক, রামপুরা শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ১৭৮১৫১১১০৬০৫, প্রাইম ব্যাংক বনশ্রী শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ১৯২২১০৭০০১০৪৪০। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও (বিকাশ/নগদ) ০১৮৬৪২৯১৩২৭, ০১৮৬৪২৯১৩২৮।