বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়াকে পদোন্নতি দিয়ে যুগ্ম মহাসচিব করা হয়েছে। সংগঠনের প্রতি নিষ্ঠা, নেতৃত্বগুণ ও কার্যদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সাংগঠনিক পদোন্নতি দেওয়া হয়। বিএসপির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী তাকে এই পদোন্নতি দেন বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে ইব্রাহিম মিয়াকে ময়মনসিংহ, রংপুর বিভাগসহ লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব কাঠামো সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে।