দেশের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ড. আবদুল্লাহ আল নাসের, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মতিন সরকার, ড. একরামুল হক, আশরাফ উদ্দিন প্রমুখ। গতকাল এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহ্বান জানিয়ে আরও বলেন, প্রধান উপদেষ্টা সারা দুনিয়ার বিনিয়োগকারীদের একত্রিত করে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশে বেকার বলে কিছু থাকবে না। বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে সারা দুনিয়ার মধ্যে প্রথম অথবা দ্বিতীয় স্থানে চলে আসবে। বাংলাদেশ আগামী পাঁচ বছরে উন্নত দেশের কাতারে আসীন হবে। এ জন্য আমরা বাংলাদেশের আপামর জনগণ ও সব রাজনৈতিক দলের প্রতি ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানাই।