রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশি তরুণ সাবেক ছাত্রদল কর্মী ইয়াসিন শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদানসহ একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। গতকাল বিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামে নিহত ইয়াসিন শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ সহায়তা প্রদান করেন বিএনপি নেতারা।
এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘ইয়াসিন শেখ ছাত্রদলের কর্মী ছিলেন। তাঁর মৃত্যুর খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এ পরিবারের খোঁজখবর নিতে এসেছি। আগামী দিনেও ইয়াসিনের পরিবারের পাশে থাকবে বিএনপি।’
এর আগে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতারা ইয়াসিন শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইয়াসিনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে বিএনপি নেতাদের প্রতি দাবি জানান পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল হক, আহমেদ তায়েবুর রহমান হিরুন, হাফেজ আজিজুল হক, হাবিবুল ইসলাম খান শহীদ, বিএনপি নেতা অ্যাডভোকেট আবু জাফর মোহাম্মদ রাশেদ মিলন, আবদুর রহমান খান বাচ্চু, আলী আকবর আনিস, আবদুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল আহমেদ, উত্তর জেলা মহিলা দল সভাপতি তানজিল চৌধুরী লিলিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।