দেশের বিশিষ্ট স্ত্রীরোগবিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুরে ঢাকায় নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
স্ত্রীরোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি (অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) এর পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওজিএসবি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তিনি এই সংস্থার সাবেক সভাপতি ছিলেন। অবস অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও পরবর্তীতে সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়াও তিনি এশিয়া অ্যান্ড ওশেনিয়া ফেডারেশন অব অবস অ্যান্ড গাইনোকোলজির ভাইস প্রেসিডেন্ট এবং ‘সাউথ এশিয়া ফেডারেশন অব অবস অ্যান্ড গাইনোকোলজির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯১-১৯৯৩ সালে দুই বছর মেয়াদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি ছিলেন।
২০১৭ সালে চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য স্বাধীনতা পদকে ভূষিত হন টি এ চৌধুরী।