দীর্ঘদিন ধরে ভয়াবহ বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। প্রায়ই বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকে থাকে এই শহর। তবে বুধবার মধ্যরাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় ঢাকার বায়ুমানে বেশ উন্নতি হয়েছে।
বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ২০ মিনিটের রেকর্ড অনুযায়ী বৃহস্পতিবার ঢাকার বায়ুমান ৫৫। এটি সহনীয় বাতাসের নির্দেশক।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের করা দূষিত বাতাসের শহরের তালিকায়, ঢাকার অবস্থান ৬০তম। বুধবার, ৮৬ বায়ুমান নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৪তম।
আইকিউএয়ারের সূচক অনুসারে বৃহস্পতিবার বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষে আছে উগান্ডার কাম্পালা। শহরটির বায়ুমান ১৮৫, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে-ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা (১৮৩), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৭৯), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭২) ও ইন্দোনেশিয়ার বাটাম (১৬২)।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিডি প্রতিদিন/কেএ