চার দিনের কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এর আগে, রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন।
গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ। এর আগে, কাতারের দোহায় আর্থানা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে গত ২১ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূস ঢাকা ত্যাগ করেন। দোহায় চারদিনের সফর শেষে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের উদ্দেশে ইতালিতে যান। গত শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের শেষকৃত্যে যোগদান শেষে গতকাল রবিবার ইতালির রোম থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে সোমবার ভোরে দেশে ফেরেন।
বিডি-প্রতিদিন/শআ