জাতীয় পার্টিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর উল্লেখ করে দলটির বিচার দাবি করেছে বাংলাদেশ লেবার পার্টি।
শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এ কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। শুধু দল নয়, তাদের দোসর জাতীয় পার্টিও সমানভাবে দোষী। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন সম্ভব হয়েছে জাতীয় পার্টিসহ আরও কিছু দোসর সঙ্গে থাকার কারণে। যে দোষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি, একই কারণে জাতীয় পার্টিসহ দোসরদের বিচারের আওতায় আনার জন্য বলেছি।
শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানোর জন্য বিভিন্নভাবে উদ্যোগের চেষ্টা চলছে দাবি করে ইরান বলেন, এটা রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। নাৎসি পার্টির যেমন রাজনীতি করার অধিকার নেই, আওয়ামী লীগেরও তেমন অধিকার নেই।
বিডি প্রতিদিন/আরাফাত