সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৪৬১ জন গ্রেফতার হয়েছেন। বিশেষ এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৬৫০ জন।
আজ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দেশি দু-নলা বন্দুক (এলজি) দুটি, শুটার গান একটি ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ