সরকারের ভেতর ও বাইরে থাকা স্বার্থান্বেষী মহল অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, কারা সরকারকে বিপাকে ফেলেছে প্রধান উপদেষ্টাকে নির্মোহভাবে তা দ্রুত উদঘাটন করে সংকট নিরসন করতে হবে। সংকট মোকাবিলায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নাই।
শনিবার বিকেলে হালুয়াঘাট উপজেলার শকুয়াই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে গত নয় মাসে সরকারের অগ্রগতি কী, কেন ধীর গতি, কেন বিলম্ব এবং রাজনীতিতে অনভিজ্ঞ নতুন দলের প্রতি কেন প্রচ্ছন্ন সমর্থন-তাও নির্মোহভাবে সরকারের বলা উচিত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করে নাই। সংস্কার ও বিচার শুরু করতে যৌক্তিক সময় দিতে চেয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, নয় মাস পার হয়ে গেলেও নির্বাচন, সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি নাই। যৌক্তিক সময় নিশ্চই অনন্তকাল হতে পারে না। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশে অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে।
ভাট্টা জামিয়া মাদ্রাসা মঠে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই