ভয় নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যার আগে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পশ্চিম সদরদী (নাগপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধর্ম কিংবা জাতির নামে যারা বাড়াবাড়ি করবে, অন্যায় ও জুলুম করবে—তাদের আমরা বরদাশত করবো না। সব ধর্মের মানুষকে মিলেমিশে বসবাস করতে হবে। হিন্দু, মুসলিম—সবাই এই দেশের সন্তান। যেমন আমার অধিকার আছে, তেমনি তাদেরও সমান অধিকার আছে।”
সভায় সভাপতিত্ব করেন চুমুরদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুদ্দিন মোল্লা এবং পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
এছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. নুরুজ্জামান, ফরিদপুর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সজীব ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক