ফেনী জেলা খেলাফত মজলিসের উদ্যোগে রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা সানা উল্লাহ ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবদুল হাই, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত, ফেনী জেলা শাখার সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হায়দার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ও আনোয়ার হোসাইন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ারুল্লাহ ভূঁইয়া, হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সহসভাপতি মাওলানা আমির হোসাইন, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ আলি, এবি পার্টি ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ ভূঁইয়া, জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা সভাপতি সালাউদ্দিন মামুন।
শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলার সাধারণ সম্পাদক প্রভাষক মোর্শেদ হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, জমিয়তুল মুদাররেসিন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আফসার ফারুকী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফেনী জেলা সভাপতি রোটারিয়ান মামুনুর রশিদ।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা প্রতিনিধি মোহাইমিন তাজিম, জাতীয় নাগরিক কমিটি ফেনী জেলার সংগঠক জাহিদুল ইসলাম সৈকত, নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শরিফুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার মাহফিলে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, দৈনিক সংগ্রামের ফেনী জেলা প্রতিনিধি মো. আবদুর রহিম, দৈনিক নয়াপয়গামের সম্পাদক মো. এনামুল হক পাটোয়ারী, দৈনিক আমার দেশ ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, যমুনা টেলিভিশন ফেনী প্রতিনিধি মো. আরিফুর রহমান, দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি মো. ওমর ফারুক, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইনের নুরুল্লাহ কায়সার, ফেনীর প্রত্যয়ের তানজিদ শুভ এবং ফেনীর তালাশের আকাশসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক