পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার প্রেতাত্মাদের আর কখনো বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। যদি বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি আর ইসলামি শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় তবে বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই স্বাধীনতার শত্রু। শেখ হাসিনা ও তার প্রেতাত্মাদের আর কখনো বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘অনেকেই বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে। আমি মনে করি এটা এক প্রকার অবিচার। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে ঐতিহাসিক অনেক পার্থক্য রয়েছে। ব্রিটিশ আমল থেকেই যে পূর্ব বঙ্গের জাতীয়তাবাদী রাজনীতি, ইসলামি রাজনীতির ধারা তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করে।’
খেলাফত মজলিসের আমির বলেন, ‘আওয়ামী লীগ বা বিএনপি কেউ ইসলামি রাজনীতি করে না, তাদের ভিন্ন দর্শন রয়েছে। যেমনিভাবে আবু তালেব আর আবু জাহেল কেউ ইসলামপন্থি ছিল না। কিন্তু কেউ যদি তাদের এক পাল্লায় মাপে তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। আমি মনে করি, ইসলামি রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অনেক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/কেএ