বগুড়ায় কর্মী সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার অন্তর্ভুক্ত উপজেলা/পৌর সমূহের কর্মী সম্মেলন-২৫ অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মী সম্মেলনের আগে উপজেলা/পৌর শাখার আগ্রহী প্রার্থীদের নিজের রাজনৈতিক জীবন বৃত্তান্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদকের কাছে জমা দেয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিজ্ঞপ্তির মাধ্যমে এবারের কর্মী সম্মেলন আয়োজনের নির্দেশনা দেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন