যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দেলোয়ার হোসেন খোকন। এছাড়া সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে রবিউল ইসলাম, মুনীর আহম্মদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন।
শনিবার দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে শহরের আলমগীর সিদ্দিকী হলে দুপুর দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দলের ৮টি উপজেলা ও ৮টি পৌর কমিটির এক হাজার ছয়শ’ ১৬ ভোটারের মধ্যে এক হাজার পাঁচশ’ তিন জন ভোটার ভোট প্রদান করেন।
ভোট গণণা শেষে যশোর টাউন হল ময়দানে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। এসময় সেখানে দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল