দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি। অসংখ্য নেতাকর্মী গুম, খুন, মিথ্যা মামলা ও হামলার শিকার হন। আর ৫ আগস্টের পর তিন-চার জেলার পাঁচ হাজার লোক জড়ো করে হাত-পা নেড়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি দল। অথচ তারা বিএনপির কাঁধের ওপর ভর করেই রাজনীতিতে এসেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তায় সেন্ট্রাল কমিউনিটি সেন্টার বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী শামীমা বরকত লাকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যে অ্যাডভোকেট আবদুর রহিম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন