বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা লড়াই-সংগ্রাম করেছি এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। গণতান্ত্রিক দেশে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আর জনগণ তখনই রাষ্ট্রের মালিক হবে, যখন তারা ভাত ও ভোটের অধিকার ফিরে পাবে।’
সোমবার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর চন্দন কোঠা খেলার মাঠে যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ‘বিগত ১৭ বছর শেখ হাসিনা বাংলার মানুষের সকল অধিকার হরণ করেছে। মানুষের কথা বলার স্বাধীনতাটুকু ছিল না। অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ আবারও তাদের সকল অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ।’
নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘বিএনপি কখনোই চাঁদাবাজি, দখলদারি ও ভোট ডাকাতির রাজনীতিতে বিশ্বাস করে না। আপনাদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে হবে। কেউ ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রে পা দিয়ে বিপদগামী হবেন না। যারাই দলের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়াবেন, তাদের দায় দল কখনোই নেবে না।’
তিনি বলেন, ‘আজকের এই রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তী পরিস্থিতিতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে এ দেশের মানুষ আপনাদের কাছে অনেক বেশি প্রত্যাশা রাখে। শহীদ জিয়ার হাতে গড়া স্বেচ্ছাসেবক দল অতীতে যেভাবে মানুষের কল্যাণে নিবেদিত ছিল, সেভাবে আগামীতেও মানুষের কল্যাণে আমাদের রাজনীতি করতে হবে।’
এস এম জিলানী বলেন, ‘আজকে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের দুঃশাসন আজকে তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করেছে। কিন্তু আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি তারা কখনো দেশ ও দলের দুঃসময়ে আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়নি। ভবিষ্যতেও হবো না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের দোসর ও শেখ হাসিনার প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্রের জালকে ছিন্নভিন্ন করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ।’
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ. এ জহির উদ্দিন তুহিন ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
এসময় যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দিনার সঞ্চালনায় কর্মীসভায় জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই